bri

০৩ নভেম্বর ২০১৩

এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে ইন্টারনেট থেকে আয় করার উপায় ।

 ইন্টারনেট থেকে আয়ের একটি বড় ক্ষেত্র হচ্ছে এফিলিয়েট প্রোগ্রাম। ক্লিক-সেন্স এর সদস্য হয়ে ক্লিক করে টাকা আয় করার সময় হয়ত লক্ষ্য করেছেন আপনার ক্লিকে যেমন টাকা জমা হয় তেমনি আপনার সুত্র ব্যবহার করে অন্য কেউ সদস্য হলে ক্লিক করলেও তার কিছু অংশ আপনার নামে জমা হয়। এফিলিয়েট এর মুলনীতি এটাই। আপনি কোন কোম্পানীর হয়ে প্রচার করবেন, কেউ আপনার দেয়া লিংকে ক্লিক করলে আপনি টাকা পাবেন।


 
internet income
এফিলিয়েট প্রোগ্রাম এর মাধ্যমে ইন্টারনেট থেকে আয় করার উপায় ।
এফিলিয়েট প্রোগ্রামের নানারকম ধরন আছে। সব যায়গায় ক্লিক করলেই আপনি টাকা পাবেন এমন কথা নেই। কোথাও টাকা পাওয়ার জন্য ফরম পুরন করতে হয় বা কিছু কিনতে হয়। সেক্ষেত্রে আপনার পাওয়া টাকার পরিমানও বেড়ে যায় অনেক।
নানাধরনের এফিলিয়েট প্রোগ্রাম এর পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।

Affiliate Network
এফিলিয়েট প্রোগ্রামের সবচেয়ে বড় যায়গা এফিলিয়েট নেটওয়ার্ক। এদের কাজ নানা ধরনের এফিলিয়েট প্রোগ্রামের পরিচিতি তুলে ধরা এবং প্রচার করা। যারা এফিলিয়েট প্রোগ্রাম খোজ করেন তারা তাদের সাইট থেকে রিভিউ দেখে আগেই জেনে নিতে পারেন সেই কোম্পানী সম্পর্কে। আপনি তাদের প্রচারের কাজ করে অর্থ পেতে পারেন। আপনার দেয়া লিংকে ক্লিক করে তাদের সাইটে গেলেই আপনি টাকা পাবেন।

Ad Network
এফিলিয়েট নেটওয়ার্কের মত অনলাইন বিজ্ঞাপনের জন্যও রয়েছে নেটওয়ার্ক। যারা বিজ্ঞাপন দিতে আগ্রহি তারা তাদের মাধ্যমে সহজে বিজ্ঞাপন দেয়ার সুযোগ পান। তাদের প্রচার করেও আপনি আয় করতে পারেন।

Pay Per Sale
যারা অনলাইনে বিক্রি করে তাদের পন্য বিক্রি করে আপনি কমিশন পেতে পারেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে বিক্রি না হওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না। -বে, আমাজন এর পন্য নিজের সাইটে রেখে এভাবে বিক্রি করে টাকা পেতে পারেন।

Pay Per Lead
আপনার লিংক থেকে কেউ তাদের সাইটে গিয়ে ফরম পুরন করলে বা সদস্য হলে আপনি টাকা পাবেন। শুধুমাত্র তাদের সাইটে গেলেই আপনি টাকা পাবেন না। অবশ্য এক্ষেত্রেও টাকার পরিমান ক্লিক করে টাকা পাওয়ার থেকে অনেক বেশি।

Residual Income
আপনার পাঠানো ক্রেতা যতবার কিছু কিনবেন ততবার আপনি সেকান থেকে কমিশন পাবেন। অনেকে সারাজীবন এই কমিশনের সুযোগ দেয়।

Business Opportunities
অনলাইন ব্যবসার পরামর্শ, ঘরে বসে আয় করার পদ্ধতি ইত্যাদি নিয়ে কাজ করা কোম্পানী।  এদের কাছে ক্লিক করার জন্য এবং বিক্রির কমিশন দুইই পাওয়া যায়।

এছাড়াও পিপিসি, পিটিসি থেকে শুরু করে যতধরনের ব্যবসা কল্পনা করতে পারেন সব ধরনের কোম্পানীর প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন। 

আপনাকে কি করতে হবে
আপনার যদি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে সবচেয়ে ভাল। সেখানে ভিজিটর যত বেশি আয়ের সম্ভাবনা তত বেশি। ব্লগ না তাকলে সেটা শুরু করতে পারেন। এছাড়া সোস্যাল নেটোয়ার্কিং সাইট ফেসবুক-টুইটার ইত্যাদিতেই এফিলিয়েশন লিংক ব্যবহার করা যায়।

এফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করুন এবং কোন ডিরেক্টরীতে গিয়ে পছন্দের কোম্পানী বাছাই করুন। তাদের বর্ননা পড়ে নিন। সদস্য হোন। সদস্য হলে তাদের সাইটের ঠিকানার সাথে আপনার পরিচিতির কোড সহ একটি লিংক পাবেন। অনেক সাইটে ব্যানার বিজ্ঞাপনের জন্য কোড পাবেন। সেটা কপি করে আপনার সাইটে পেষ্ট করুন। এরপর ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিন।

যে বিষয়ে লক্ষ্য রাখবেন
কারো এফিলিয়েশন নেয়ার আগে তাদের টাকা দেয়ার পদ্ধতি জেনে নিন। যদি শুধুমাত্র পেপল এর মত ব্যবস্থা থাকে তাহলে বাংলাদেশ থেকে টাকা উঠানোর সুযোগ পাবেন না।
কোথাও টাকা দিয়ে সদস্য হবেন না, এই সুযোগ সবসময়ই বিনামুল্যের।


.btn { background: #9200e6; background-image: -webkit-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -moz-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -ms-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -o-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: linear-gradient(to bottom, #9200e6, #94000a); -webkit-border-radius: 11; -moz-border-radius: 11; border-radius: 11px; text-shadow: 4px 4px 1px #2d2de0; font-family: Arial; color: #ffffff; font-size: 14px; padding: 10px 20px 10px 20px; text-decoration: none; } .btn:hover { background: #94000a; background-image: -webkit-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -moz-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -ms-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -o-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: linear-gradient(to bottom, #94000a, #e6000f); text-decoration: none; }

<a href="http://www.clixsense.com/?3971466" target=_blank><img src="http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png" border=0></a>

[url=http://www.clixsense.com/?3971466][img]http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png[/img][/url]

http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png

২৪ আগস্ট ২০১৩

আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লায়ার সমস্যা করছে? কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করে নিন



কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?

কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব।







 

প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।

3.3 ভোল্ট
5 ভোল্ট
12 ভোল্ট

কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-

কমলা = 3.3 ভোল্ট
লাল = 5 ভোল্ট
হলুদ = 12 ভোল্ট

পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি

1 হইতে 12
13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য
  








কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন তার বর্ণনাঃ-


সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন
একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন
অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন
আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে।
তাহলে এটি ভাল আছে।






০১ আগস্ট ২০১৩

মন না চাইলেও অনেক সময় প্রয়োজন পরে কোন নাম্বারে বিরক্ত করার জন্য, অফুরন্ত মিসকল দিন কোন কষ্ট ছাড়াই সিম্বিয়ান মোবাইল দিয়ে।

আজ আমি আপনাদেরকে ছোট একটি সফটয়ারের সাথে পরিচয় করিয়ে দেব যেটি আপনার পছন্দের নাম্বারে যত খুসি তত মিসকল দেবে নিজে নিজে। সফটয়ারটির নাম Jeer. এই সফটয়ারটি চালানোর জন্যে পাইথন ইন্সটল করা থাকতে হয়। তাই সফটয়ারটি আপনার দরকার হলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। তিনটিই ডাউনলোড করুন।

মন না চাইলেও অনেক সময় প্রয়োজন পরে কোন নাম্বারে বিরক্ত করার জন্য, অফুরন্ত মিসকল দিন কোন কষ্ট ছাড়াই সিম্বিয়ান মোবাইল দিয়ে।
মন না চাইলেও অনেক সময় প্রয়োজন পরে কোন নাম্বারে বিরক্ত করার জন্য, অফুরন্ত মিসকল দিন কোন কষ্ট ছাড়াই সিম্বিয়ান মোবাইল দিয়ে।
. http://lifebd.tk/download-41-d1fa64b2b16e9561a9e1/PythonForS60_1_4_3_3rdEd.SIS
. http://lifebd.tk/download-41-df198de7122c5c6ed96b/PythonScriptShell_1_4_3_3rdEd.SIS
. http://lifebd.tk/download-41-3ab82771f4713ba5a8d4/Jeer.v1.01%28AutoMSCaller%29.sis
কার্যপ্রণালী:
. পর্যায়ক্রমে তিনটি সফটয়ার ইন্সটল করুন(প্রথমে নং পরে নং তারপর নং)
. Jeer ওপেন করুন।
. Option >Setting> Set dialing number পছন্দমত নাম্বার বসান।
. আবার Option >Setting> Set Count যত বার মিসকল দিতে চান তা বসান।
. এবার Option > Start Dialing চাপলেই মিসকল দেয়া শুরু করে দিবে।

৩০ জুলাই ২০১৩

যে কোন এন্ড্রয়েট সেট রুট করুন একই পন্থায় খুব সহজে

আমরা যারা এন্ড্রয়েড ব্যবহারে অভ্যস্ত, তারা ভাল করেই জানি, এন্ড্রয়েডের আসল মজা তখনই যখন আপনার হ্যান্ডসেট টি হবে রুটেড। আজ আমি আপনাদের সাথে শেয়াকরব কিভাবে যেকোনো ব্রান্ড এর ICS or JB ফোন/ট্যাব রুট করা যায়।  এজন্য কি কি প্রয়জনীয় জিনিসপত্র পদক্ষেপ গ্রহণ করতে হবে তা আমি নিচে ধাপে ধাপে বর্ণনা করলাম।

(বিশেষ দ্রষ্টব্য: রূট করলে হ্যান্ডসেটের ওয়ারেন্টী বাতিল হতে পারে) তবে রুট করা থেকে আনরুট করা অনেক সহজ, তাই ওয়ারেন্টী হারাবার তেমন কোন ভয় থাকেনা। আমি এখানে যে পদ্ধতি বর্ণনা করব তা উদ্ভাবন করেছে XDA Developers)

১। সর্বপ্রথম আপনাকে এই RAR ফাইলটা আপনার কম্পিউটার ডাউনলোড করতে হবে।

২। এরপর আপনার হ্যান্ডসেট অথবা টেবলেটের Settings গিয়ে USB Debug Mode অন করুন এবং USB Cable এর মাধ্যমে কম্পিউটার এর সাথে কানেক্ট করুন। ADB Driver অটমেটিকালি ইন্সটল হবে।

৩। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। RAR ফাইল টা এক্সট্রাক্ট করুন ওপেন করুন সেই ফোল্ডার থেকে Runme.bat ফাইলটি ওপেন করুন। 1 সেকেন্ড অপেক্ষা করুন,রুট

এই রকম একটা window ওপেন হবে, এবার আপনের  ফোনের মডেল যদি লিস্ট না থাকে তাহলে OTHER সিলেক্ট করুন এবং enter চাপুন আপনার হ্যান্ডসেটে পাসওয়ার্ড চাইবে। 12345 ব্যবহার করুন অথবা কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।

৪। আপনার হ্যান্ডসেট রিস্টার্ট নেবে। মেনুতে প্রবেশ করুন। Super user নামে একটা নূতন এপ্লিকেশন যোগ হয়েছে কিনা চেক করুন।

এখন আপনার হ্যান্ডসেট রুটেড হয়েছে।

 








বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থাপনের জন্য যোগাযোগ করুণ
Mail:rumon_s2@yahoo.com
Mob:+8801712210371

চেষ্টা করুন (V)

Popular Posts