bri

২৪ আগস্ট ২০১৩

আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লায়ার সমস্যা করছে? কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করে নিন



কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন?

কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব।







 

প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।

3.3 ভোল্ট
5 ভোল্ট
12 ভোল্ট

কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-

কমলা = 3.3 ভোল্ট
লাল = 5 ভোল্ট
হলুদ = 12 ভোল্ট

পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি

1 হইতে 12
13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য
  








কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করবেন তার বর্ণনাঃ-


সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন
একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন
অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন
আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে।
তাহলে এটি ভাল আছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Md. Saleh Ahamed
+8801712210371

বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থাপনের জন্য যোগাযোগ করুণ
Mail:rumon_s2@yahoo.com
Mob:+8801712210371

চেষ্টা করুন (V)

Popular Posts