ইন্টারনেট থেকে আয়ের একটি বড় ক্ষেত্র হচ্ছে এফিলিয়েট প্রোগ্রাম। ক্লিক-সেন্স এর সদস্য হয়ে ক্লিক করে টাকা আয় করার সময় হয়ত লক্ষ্য করেছেন আপনার ক্লিকে যেমন টাকা জমা হয় তেমনি আপনার সুত্র ব্যবহার করে অন্য কেউ সদস্য হলে ক্লিক করলেও তার কিছু অংশ আপনার নামে জমা হয়। এফিলিয়েট এর মুলনীতি এটাই। আপনি কোন কোম্পানীর হয়ে প্রচার করবেন, কেউ আপনার দেয়া লিংকে ক্লিক করলে আপনি টাকা পাবেন।
এফিলিয়েট প্রোগ্রামের নানারকম ধরন আছে। সব যায়গায় ক্লিক করলেই আপনি টাকা পাবেন এমন কথা নেই। কোথাও টাকা পাওয়ার জন্য ফরম পুরন করতে হয় বা কিছু কিনতে হয়। সেক্ষেত্রে আপনার পাওয়া টাকার পরিমানও বেড়ে যায় অনেক।
নানাধরনের এফিলিয়েট প্রোগ্রাম এর পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।
Affiliate Network
এফিলিয়েট প্রোগ্রামের সবচেয়ে বড় যায়গা এফিলিয়েট নেটওয়ার্ক। এদের কাজ নানা ধরনের এফিলিয়েট প্রোগ্রামের পরিচিতি তুলে ধরা এবং প্রচার করা। যারা এফিলিয়েট প্রোগ্রাম খোজ করেন তারা তাদের সাইট থেকে রিভিউ দেখে আগেই জেনে নিতে পারেন সেই কোম্পানী সম্পর্কে। আপনি তাদের প্রচারের কাজ করে অর্থ পেতে পারেন। আপনার দেয়া লিংকে ক্লিক করে তাদের সাইটে গেলেই আপনি টাকা পাবেন।
Ad Network
এফিলিয়েট নেটওয়ার্কের মত অনলাইন বিজ্ঞাপনের জন্যও রয়েছে নেটওয়ার্ক। যারা বিজ্ঞাপন দিতে আগ্রহি তারা তাদের মাধ্যমে সহজে বিজ্ঞাপন দেয়ার সুযোগ পান। তাদের প্রচার করেও আপনি আয় করতে পারেন।
Pay Per Sale
যারা অনলাইনে বিক্রি করে তাদের পন্য বিক্রি করে আপনি কমিশন পেতে পারেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে বিক্রি না হওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না। ই-বে, আমাজন এর পন্য নিজের সাইটে রেখে এভাবে বিক্রি করে টাকা পেতে পারেন।
Pay Per Lead
আপনার লিংক থেকে কেউ তাদের সাইটে গিয়ে ফরম পুরন করলে বা সদস্য হলে আপনি টাকা পাবেন। শুধুমাত্র তাদের সাইটে গেলেই আপনি টাকা পাবেন না। অবশ্য এক্ষেত্রেও টাকার পরিমান ক্লিক করে টাকা পাওয়ার থেকে অনেক বেশি।
Residual Income
আপনার পাঠানো ক্রেতা যতবার কিছু কিনবেন ততবার আপনি সেকান থেকে কমিশন পাবেন। অনেকে সারাজীবন এই কমিশনের সুযোগ দেয়।
Business Opportunities
অনলাইন ব্যবসার পরামর্শ, ঘরে বসে আয় করার পদ্ধতি ইত্যাদি নিয়ে কাজ করা কোম্পানী। এদের কাছে ক্লিক করার জন্য এবং বিক্রির কমিশন দুইই পাওয়া যায়।
এছাড়াও পিপিসি, পিটিসি থেকে শুরু করে যতধরনের ব্যবসা কল্পনা করতে পারেন সব ধরনের কোম্পানীর প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন।
আপনাকে কি করতে হবে
আপনার যদি ব্লগ বা ওয়েবসাইট থাকে তাহলে সবচেয়ে ভাল। সেখানে ভিজিটর যত বেশি আয়ের সম্ভাবনা তত বেশি। ব্লগ না তাকলে সেটা শুরু করতে পারেন। এছাড়া সোস্যাল নেটোয়ার্কিং সাইট ফেসবুক-টুইটার ইত্যাদিতেই এফিলিয়েশন লিংক ব্যবহার করা যায়।
এফিলিয়েট প্রোগ্রাম লিখে সার্চ করুন এবং কোন ডিরেক্টরীতে গিয়ে পছন্দের কোম্পানী বাছাই করুন। তাদের বর্ননা পড়ে নিন। সদস্য হোন। সদস্য হলে তাদের সাইটের ঠিকানার সাথে আপনার পরিচিতির কোড সহ একটি লিংক পাবেন। অনেক সাইটে ব্যানার বিজ্ঞাপনের জন্য কোড পাবেন। সেটা কপি করে আপনার সাইটে পেষ্ট করুন। এরপর ভিজিটর বাড়ানোর দিকে মনোযোগ দিন।
যে বিষয়ে লক্ষ্য রাখবেন
কারো এফিলিয়েশন নেয়ার আগে তাদের টাকা দেয়ার পদ্ধতি জেনে নিন। যদি শুধুমাত্র পেপল এর মত ব্যবস্থা থাকে তাহলে বাংলাদেশ থেকে টাকা উঠানোর সুযোগ পাবেন না।
কোথাও টাকা দিয়ে সদস্য হবেন না, এই সুযোগ সবসময়ই বিনামুল্যের।
.btn { background: #9200e6; background-image: -webkit-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -moz-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -ms-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: -o-linear-gradient(top, #9200e6, #94000a); background-image: linear-gradient(to bottom, #9200e6, #94000a); -webkit-border-radius: 11; -moz-border-radius: 11; border-radius: 11px; text-shadow: 4px 4px 1px #2d2de0; font-family: Arial; color: #ffffff; font-size: 14px; padding: 10px 20px 10px 20px; text-decoration: none; } .btn:hover { background: #94000a; background-image: -webkit-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -moz-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -ms-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: -o-linear-gradient(top, #94000a, #e6000f); background-image: linear-gradient(to bottom, #94000a, #e6000f); text-decoration: none; }
<a href="http://www.clixsense.com/?3971466" target=_blank><img src="http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png" border=0></a>
[url=http://www.clixsense.com/?3971466][img]http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png[/img][/url]
http://csstatic.com/banners/clixsense_gpt125x125a.png
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Md. Saleh Ahamed
+8801712210371