bri

২২ ফেব্রুয়ারী ২০১৩

আপনার টেলিটক 2G সিমকে 3G তে কনভার্ট না করে থাকলে এখনি করুন মাত্র ২৫০ টাকায়!


টেলিটক 2G সিমকে 3G তে কনভার্ট। না করে থাকলে এখনি করুন মাত্র ২৫০ টাকায়!


আশা করি সবাই ভাল আছেন।
আপনার ২জি সিম টাকে কিন্তু ৩জি তে কনভার্ট করার একটা দারুন সুযোগ আছে। আমি আজ তা করেছি তাও আবার মাত্র ২৫০ টাকায়। সাথে থাকছে ৩০০০ সেকেন্ড ভিডিও কল, এসএমএস, ০১ জিবি ফ্রী ডাটা যার মেয়াদ ৩০ দিন। আমি এর সবই পেয়েছি।



যে ভাবে করবেন- 3G লিখে পাঠিয়ে দিন 666 এই নাম্বারে, মবাইল থেকে ২৫০ টাকা  কেটে নিয়ে যাবে আর সাথে সাথে আপনি যুক্ত হয়ে যাবেন 3G এর দুনিয়ায়।


 
আরো বিস্তারিত
http://www.teletalk.com.bd/
http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_upgradation.php
http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_up_plan.php

১৮ ফেব্রুয়ারী ২০১৩

আপনার NOKIA সেটটি আসল কি না নকল কেনার আগে যাচাই করে নিন


 আপনার হাতের সেটটি আসল কি না নকল কিংবা কোথায় তৈরী জানেন?
আবার অনেকে পুরাতন সেট কিনার সময় সেটের মান নিয়ে দ্বন্দে থাকেন
আপনি চাইলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেনএকটি কোডের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন
*#০৬# চাপলে 15 সংখ্যা একটি IMEI নম্বর আসবে
সংখ্যাটি নং ঘরের দিকে লক্ষ্য করুন, সংখ্যা দুটো যদি ০২ বা ২০ হয় তাহলে সেটের কোয়ালিটি খুব খারাপ
যদি ০১ বা ১০ হয় তাহলে সেটের মান খুব ভাল
যদি ০০হয় তাহলে সেটটি কারখানায় তৈরী
যদি ১৩ হয় তাহলে সেটের মান খুব খারাপ এবং সেটি স্বাস্থ্যেরজন্য ¬ ¬ ক্ষতিকর
আর যদি ০৮বা ৮০ হয়তাহলে সেটের মান মানস্মত
**নাম্বার দুইটা যদি 10, 70, 91 বা 01,07, 19 হয় তাহলেবুঝবেন এটা ফিনল্যান্ডের তৈরি।
**02 বা 20 হলে বুঝবেন এটা জার্মানি বা আরবআমিরাতের।
**30 বা 03 হলে কোরিয়ার।
** 40 বা 04 হলে চায়নার।
** 50 বা 05 হলে ব্রাজিলবাযুক্তরাষ্ট্রে ¬ র।
** 60 বা 06 হলে হংকং বা ম্যাক্সিকোর।
**80 বা 08 হলে হাঙ্গেরি।
** 13 বা 31 হলে এটি আজারবাইজানের তৈরি।

১৭ ফেব্রুয়ারী ২০১৩

ফেইসবুক এর ইতিহাস ও বর্তমান অবস্তাহন


ফেইসবুক ২০০৪ সালের ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়। এটিতে ফ্রিতে সদস্য হওয়া যায়। এর মালিক হলো ফেইসবুক ইনক। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী হালনাগাদ আদান প্রদান করতে পারেন, সেই সাথে একজন ব্যবহারকারী শহর, কর্মস্থল, বিদ্যালয় এবং অঞ্চল-ভিক্তিক নেটওয়ার্কেও যুক্ত হতে পারেন। শিক্ষাবর্ষের শুরুতে ছাত্র-ছাত্রীদের মধ্যকার উত্তম জানা শোনাকে উপলক্ষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত বইয়ের নাম থেকে এই ওয়েবসাইটটির নামকরণ করা হয়েছে।
বরতমানে ফেসবুক আলেক্সা রাঙ্কিং নম্বর আছে। মার্ক জাকারবার্গ হার্ভাড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তার কক্ষনিবাসী কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন, ডাস্টিন মস্কোভিত্স এবং ক্রিস হিউজেসের যৌথ প্রচেষ্টায় ফেইসবুক নির্মাণ করেন। ওয়েবসাইটটির সদস্য প্রাথমিকভাবে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু পরে সেটা বোস্টন শহরের অন্যান্য কলেজ, আইভি লীগ এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত সম্প্রসারিত হয়। আরো পরে এটা সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, হাই স্কুল এবং ১৩ বছর বা ততোধিক বয়স্কদের জন্য উন্মুক্ত করা হয়।



ইতিহাস
মার্ক জুকারবার্গ ,হার্ভার্ড তার ২য় বর্ষ চলাকালীন সময়ে, অক্টবার ২৮, ২০০৩ তৈরি করেন ফেসবুকের পূর্বসূরি সাইট ফেসম্যাস। এতে তিনি হার্ভার্ডের টি হাউস এর শিক্ষার্থীদের ছবি ব্যাবহার করেন। তিনি দুইটি করে ছবি পাশাপাশি দেখান এবং হার্ভার্ডের সব শিক্ষারথিদের ভোট দিতে বলেন। কোন ছবিটি হট আর কোনটি হট নয়। ' হট অর নট ' এজন্য মার্ক জুকারবার্গ হার্ভার্ডের সংরক্ষিত তথ্য কেন্দ্রে অনুপ্রবেশ বা হ্যাঁক করেন। ফেসম্যাস সাইট মাত্র ঘণ্টায় ৪৫০ ভিজিটর ২২০০০ ছবিতে অন লাইন এর মাধ্যমে ভোট দেন।
২০০৪: ফেসম্যাস হতে অনুপ্রাণিত হয়ে ২০০৪ এর জানুয়ারিতে মার্ক তার নতুন সাইট এর কোড লেখা শুরু করেন এবং ফেব্রুয়ারিতে হার্ভার্ডের ডরমিটরিতেদিফেসবুক এর (thefacebook.com) উদ্বোধন করেন। শিঘ্রই মার্ক জাকারবার্গ এর সাথে যোগ দেন ডাস্টিন মস্কোভিৎজ (প্রোগ্রামার), ক্রিস হুগেস এডোয়ার্ডো স্যাভেরিন (ব্যবসায়িক মুখপাত্রও) এবং অ্যান্ডরু ম্যাককলাম (গ্রাফিক্ আর্টিস্ট) জুনে প্যালো আল্টোতে অফিস নেওয়া হয়। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখে পৌঁছায়।
২০০৫: আগস্টেদ্য ফেসবুক ডটকমনাম পাল্টে কোম্পানির নাম রাখা হয় শুধুফেসবুক ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা ৫৫ লাখ।
২০০৬: কৌশলগত কারণে আগস্টে ফেসবুকের সঙ্গে মাইক্রোসফট সম্পর্ক স্থাপন করে। সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য ফেসবুক উন্মুক্ত করে দেওয়া হয়। আগে শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাই ছিলেন এর ব্যবহারকারী। ডিসেম্বরে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় এক কোটি ২০ লাখে।
২০০৭: ফেব্রুয়ারিতে ভার্চুয়াল গিফট শপ চালু হয়। এপ্রিলে ব্যবহারকারীর সংখ্যা পৌঁছায় দুই কোটি।
২০০৮: কানাডা ব্রিটেনের পর ফেব্রুয়ারিতে ফ্রান্স স্পেনে ফেসবুকের ব্যবহার শুরু হয়। এপ্রিলে ফেসবুক চ্যাট চালু হয়। আগস্টে ব্যবহারকারীর সংখ্যা দাঁড়ায় ১০ কোটিতে।
২০০৯: জানুয়ারিতে ব্যবহারকারী ১৫ কোটি। ডিসেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৫ কোটিতে।
২০১০: ফেব্রুয়ারিতে যে সংখ্যা ছিল ৪০ কোটি, জুলাইয়ে সেই সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যায়। আর ডিসেম্বরে সংখ্যা ৫৫ কোটি।
কোম্পানি মালিকানা
মার্ক জুকারবার্গ - ২৪%, এক্সেল পার্টনার -১০%, ডিজিটাল স্কাই টেকনোলোজিস - ১০%, ডাস্টিন মস্কোভিৎজ - %, এডোয়ার্ডো স্যাভেরিন - %, শণ পার্কার - %, মাইক্রোসফট - .%, কর্মচারী, বিভিন্ন তারকা (নাম অপ্রকাশিত) এবং বহির্ভূত মালিকানা ৩০%, অন্যান্য - .% (বিস্তারিত ইংরেজি সংস্করণ )
দেশ আনুযাহি বাবহার কারি
Rank
Country
Number of Users
Percentage

  World
1,000,000,000
14.50%
1
 United States
163,071,460
52.56%
2
 Brazil
64,552,420
33.09%
3
 India
61,499,220
5.24%
4
 Indonesia
47,067,860
29.37%
5
 Mexico
39,854,100
35.44%
6
 Turkey
32,408,540
41.65%
7
 United Kingdom
32,175,460
51.61%
8
 Philippines
30,094,560
30.12%
9
 France
25,307,820
39.07%
10
 Germany
25,063,880
30.64%


০৯ ফেব্রুয়ারী ২০১৩

নকিয়া মোবাইলের কিছু কোড (যারা না জানেন তাদের জন্য)

বন্ধুরা কেমন আছেন?
অনেকদিন লেখা হয় না।
আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে শেয়ার করবো তা আগেই বুঝতে পেরেছেন।
যাক কাজের কথায়া আসা যাক-
আপনার নকিয়া সেট হতে ডায়েলের মাধ্যমে জানতে পারবেন তা হলো-
সিরিয়াল নাম্বার ও আই এম ই আই জানার জন্য       - *#06#
মোবাই সফটওয়্যার ভার্ষন জানার জন্য                 - *#0000# অথবা *#999#
মোবাইল রিষ্টার্ট করার জন্য                                -*#3370# অথবা *#62209526#
মোবাইলের সাউন্ড সিসটেম আপডেটের জন্য           - ##3370#
 মোইল রিসেট করার জন্য                                  - *#7780#
 সার্ভিস মেনু                                                   - *#92702689#

সবগুলো কোড সব মডেলের সেটে কাজ নাও করতে পারে।
আরো কোন কোড করো জানা থাকলে মন্তব্য এর মধ্যমে জানাবেন।
আমার পোষ্ট গুলো অনেকটা নিজেকে ঝালাই করে  নেওয়ার জন্যে। অনেক সময়ই ভুলে যাই। তাই ডকুমেন্ট হিসেবে রেখে দেওয়া।
ভাল লাগলে শেয়ার করতে ও কমেন্ট করতে কৃপনতা করবেন না। ভাল থাকবেন।

- বিজ্ঞাপন -
 ALL RECHARGE BANGLADESH
ALL Recharge Bangladesh is Providing money transfer in DBBL Agent & Personal Account, BKash Agent & Personal Account, Gremeen Phone- FlexiLoad, Banglalink- iTopUp, Robi- EasyLoad, Airtel- EzeeLoad & Teletalk- TeleCharge,. This is most easy way to recharge Mobile Banking Account & Mobile Operator at Bangladesh from Anywhere in the World.We also send Accpte & Confirmation Repoart of Recharge.
We accept Payza, Paypal, Bkash, DBBL, Islamic Bank, BRAC Bank E-wallet.
We take avrage 5-10 Seconds to send the recharge.
If you face any Question, Don’t Think, Please Contact
ALL RECHARGE BANGLADESH
Halima Vila, Dighirpar, Chandhor Pollibidut, Kaliakoir, Gazipur, Bangladesh.
Help                            : +8801712210371,
SMS Contruc              : +8801912767043,
Miss Call Cotruc          : +880197210371 (Only For Bangladesh) Don’t Male Fake Miss Call.
Mail                             : rumo_s2@yahoo.com, salehahamed@gmail.com
Google+                      :
Facebook Pages       : FB/All Recharge Bangladesh
Facebook                  : FB/All Recharge Bangladesh
Twteer                       : https://twitter.com/ARecharge
web                           : http://www.allrechargebd.blogspot.com/
Our service is quick enough.
We take average 5-10 Seconds to send the recharge.
About Us              Terms & Condition                  Privacy Policies                         Contact    


০৩ ফেব্রুয়ারী ২০১৩

আড়াই লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি!

আড়াই লাখ টুইটার ব্যবহারকারীর তথ্য চুরি!খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটারের প্রায় দুই লাখ ৫০ হাজার ব্যবহারকারীর পাসওয়ার্ডচুরি হয়েছে (হ্যাকড)। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে। এর আগে এ ধরনের একটি হ্যাকার দলের কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছিলটুইটার। তবে নির্দিষ্টভাবে জানতে নাপারায় এ আক্রমণ থেকে রক্ষা পেতে পারেনি। ইতিমধ্যে হ্যাকাররা প্রায় দুই লাখ ৫০ হাজার টুইটার ব্যবহারকারীর ইউজার নেম, ই-মেইল ঠিকানা এবং গোপন নম্বর চুরি করে নিয়েছে। এ খবর প্রকাশের পরই টুইটার কর্তৃপক্ষ ব্যবহারকারীদের আলাদাভাবে ই-মেইল পাঠিয়েছে নিজেদের গোপন নম্বর পরিবর্তন করে নিতে। টুইটারের এক ব্লগে বলা হয়, ‘আমরা মনে করি, এটি কোনো নবীন কিংবা নতুনদের কাজ নয়। এটা শক্তিশালী কোনো হ্যাকার গ্রুপের কাজ।’ এআক্রমণ তথ্যপ্রযুক্তি খাতের আরও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপরও হতে পারে বলে ব্লগ পোস্টে আশঙ্কা করা হয়। আক্রমণকে চায়না হ্যাকারস গ্রুপের আক্রমণ বলেও মনে করা হচ্ছে। টুইটারের ব্যবহারকারীদের গোপন তথ্য চুরির বিষয়টি টুইটারের কোনো কর্মীর সঙ্গে জড়িত বলে ধারণা করছেন একজন নিরাপত্তা বিশেষজ্ঞ। তাঁর মতে, উক্ত কর্মীর বাসা কিংবা নিজস্ব কম্পিউটার থেকে এ কাজটি হতে পারে। এ তথ্য চুরির ঘটনায় তেমন গুরুত্বপূর্ণ কিছু চুরিহয়নি বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে হয়তো ভিন্ন ধরনের টুইট করতে পারে হ্যাকাররা। এখন যত দ্রুত সম্ভব, টুইটার ব্যবহারকারীদের নিজেদেরপাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। —টাইমস অব ইন্ডিয়া

আপনার আই.ডি.এম. কি আপগ্রেড। এখনি নিয়ে নিন IDM 6.15

আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন
এবার আপনাদের জন্য IDM 6.15 নিয়ে এলাম(ফুল ভার্সন)।
এটি অন্য ভার্সন এর তুলনায় অনেক বেশী দ্রুত গতি সম্পন্ন।

বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থাপনের জন্য যোগাযোগ করুণ
Mail:rumon_s2@yahoo.com
Mob:+8801712210371

চেষ্টা করুন (V)

Popular Posts