অনলাইনে অর্থ স্থানান্তরের
সুবিধা হিসেবে
‘সিম্পলিসেন্ডবিডি’ নামের একটি
সেবা চালু
করল ক্যাসাডা
টেকনোলজি বাংলাদেশ।
আন্তর্জাতিক অনলাইন পেমেন্ট গেটওয়ে সিস্টেমপেইজার বাংলাদেশের
জন্য তৈরি
নতুন সেবা
সিম্পলিসেন্ডবিডি আনুষ্ঠানিক ঘোষণা
দিয়েছে ক্যাসাডা
টেকনোলজি।
বাংলাদেশে সিম্পলিসেন্ডবিডি চালু প্রসঙ্গে প্রতিষ্ঠানটির নির্বাহী
কর্মকর্তা নাদিমুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র
ও কানাডার
মতো দেশ
থেকে প্রবাসীদের
জন্য টাকা
পাঠানো অনেক
কঠিন, তবে
সিম্পলিসেন্ডবিডি ব্যবহার করে
অনলাইনের মাধ্যমে
সহজেই টাকা
পাঠানো সম্ভব
হবে বাংলাদেশের
ব্যাংক এশিয়ার
অ্যাকাউন্টে এবং সহজে এ টাকা
তোলাও সম্ভব
হবে। এ
ছাড়া অনলাইনে
টাকা পাঠানোর
চার্জও কম।
ভবিষ্যতে বাংলাদেশে
ফ্রিল্যান্সারদের জন্য অর্থ
স্থানান্তরের সহজ পদ্ধতি নিয়ে কাজ
করার কথাও
জানিয়েছেন তিনি।
বাংলাদেশের একমাত্র অনলাইন
পেমেন্ট গেটওয়ে
সিস্টেম হিসেবে
পেইজা, ক্যাসাডা
ও ব্যাংক
এশিয়ার সম্মিলিত
উদ্যোগে সিম্পলিসেন্ডবিডি
সেবাটি চালু
হচ্ছে। এর
আওতায় থাকছে
পেইজার ইস্যু
করা প্রি-পেইড কার্ড।
পেইজার সদস্যরা
তাঁদের পেইজা
অ্যাকাউন্টের মাধ্যমে স্থানীয় ব্যাংক অ্যাকাউন্টে
টাকা জমা
দিতে বা
তুলতে পারবেন।
পাশাপাশি পেইজারঅ্যাকাউন্ট ব্যবহার করে গ্রাহকেরা এখন
অনলাইন শপিং
করতে পারবেন।
নাদিমুর রহমান জানিয়েছেন,
দেশে ৫০০
ডলার পর্যন্ত
টাকা পাঠানোর
জন্য একজন
গ্রাহকের চার্জ
দিতে হবে
৫ ডলার।
আর ৫০০
ডলারের ওপরে
গেলে চার্জ
দিতে হবে
১০ ডলার।
বাংলাদেশ ব্যাংকের
সম্মতিতেই এটা স্থির করা হয়েছে।
পেইজাতে একাউন্ট খুলতে চাইলে এই লিংকে ক্লিক করে আপনার ব্যাক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে নিন।
ফেসবুকে আমি : FB/Saleh.ahamed1
টুইটারে আমি : Twteer/rumon_s2
ফেসবুকে আমার পৃষ্ঠা :FB/allin1bangladesh.blogspot.com
এক্স জোনে আমার পৃষ্ঠা :xoon/allin1bangladesh.blogspot.com
ওয়েব :www.allin1bangladesh.tk
টুইটারে আমি : Twteer/rumon_s2
ফেসবুকে আমার পৃষ্ঠা :FB/allin1bangladesh.blogspot.com
এক্স জোনে আমার পৃষ্ঠা :xoon/allin1bangladesh.blogspot.com
ওয়েব :www.allin1bangladesh.tk
Mobile Tips, PC Tips, Blogging, SEO,Artical Writing,
Online Earning in Bangladesh /
bd, etc
মায়ের ভাষা বাংলায় মোবাইল টিপস্, কম্পিটার টিপস্, ব্লগিং, এস. ই. ও,
প্রবন্ধ লিখা, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটে আয়, সহ বিভিন্ন বিষয়ে
জানার জন্য অল ইন ওয়ান বাংলাদেশের সাথেই থাকুন।
মায়ের ভাষা বাংলায় মোবাইল টিপস্, কম্পিটার টিপস্, ব্লগিং, এস. ই. ও,
প্রবন্ধ লিখা, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটে আয়, সহ বিভিন্ন বিষয়ে
জানার জন্য অল ইন ওয়ান বাংলাদেশের সাথেই থাকুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Md. Saleh Ahamed
+8801712210371