bri

২৪ জানুয়ারী ২০১৩

আপনার নকিয়া সেটে লো ব্যাটারিতে অনায়াসে কল করে কথা বলুন। (যারা না জানেন তাদের জন্য)


আশা করি সকলে ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আপনাদের সাথে যে বিশেষ ট্রিক শেয়ার করব তা হলো, কিভাবে মোবাইলে লো ব্যাটারিতে অনায়াসে কথা বলা যায়

তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজের কথায় আসা যাক

ধরুন আপনার নকিয়া মোবাইল ব্যাটারি লো। কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ন একটা কল করা দরকারহাতের কাছে চার্জার নেই। সেক্ষেত্রেও আপনি কল করতে পারেন নকিয়া কিছু চার্জ রিজার্ভ করে রাখে

আপনি সেই রিজার্ভ চার্জ ব্যবহার করে কথা বলতে পারবেনসে ক্ষেত্রে আপনাকে
*3370# চাপতে হবে
 আপনার মোবাইল টি রিস্টার্ট হবে, তারপর যখন চালু হবে আপনি আপনার ব্যাটারী লেভেল ৫০% বেড়ে গেছে দেখবেন……এখন আপনি আপনার গুরুত্তপূর্ন কল টি সেরে ফেলুন।

 ডিএ্যাকটিভ করতে
#3370# চাপুন।
আপনি যখন আপনার মোবাইল আবার চার্জ লাগাবেন তখন ওই শেষ হয়ে যাওয়া রিজার্ভ চার্জ আবার অটোমেটিক চার্জড হয়ে যাবে।
সকল মোবাইল- এই প্রক্রিয়া কাজ নাও করতে পারে

ফেসবুকে আমি                 : FB/Saleh.ahamed1
টুইটারে আমি                   : Twteer/rumon_s2

ফেসবুকে আমার পৃষ্ঠা          :FB/allin1bangladesh.blogspot.com
এক্স জোনে আমার পৃষ্ঠা        :xoon/allin1bangladesh.blogspot.com
ওয়েব                             :www.allin1bangladesh.tk

Mobile Tips, PC Tips, Blogging, SEO,Artical Writing, 
Online Earning in Bangladesh / bd, etc

মায়ের ভাষা বাংলায় মোবাইল টিপস্‌, কম্পিটার টিপস্, ব্লগিং, এস. ই. ও,
প্রবন্ধ  লিখা, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটে আয়, সহ বিভিন্ন বিষয়ে
জানার জন্য  অল ইন ওয়ান বাংলাদেশের  সাথেই থাকুন।


বিটিআরসি নিয়মানুযায়ী এখন থেকে নতুন মোবাইল সংযোগ যেভাবে পাওয়া যাবে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Md. Saleh Ahamed
+8801712210371

বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থাপনের জন্য যোগাযোগ করুণ
Mail:rumon_s2@yahoo.com
Mob:+8801712210371

চেষ্টা করুন (V)

Popular Posts