bri

১৭ অক্টোবর ২০১২

18ই অক্টোবর থেকে 21 অক্টোবর দেশব্যাপী রিচার্জ ধর্মঘট

আপনারা হয়তো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যানে জেনে থাকবেন যে, বেশ কিছুদিন ধরে ক্ষুদ্র মোবাইল রিচার্জ ব্যবসায়ী ও মোবাইল অপারেটরদের মধ্যে রিচার্জ কমিশন নিয়ে একটি দন্দ্ব চলছে। একদিকে রিচার্জ ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য বর্ধিত কমিশন দাবী করছে অপরদিকে মোবাইল অপারেটরগুলো তাদের লাভের অংশে কাউকে ভাগ দিতে চাচ্ছে না। অথচ দুর্মুখের বাজারে প্রচলিত কমিশন দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন তো চলে না। তাই ব্যবসায়ীরা তাদের দাবী আদায়কে জীবন মরন সমস্যা হিসেবে দেখছে। ফলাফল আবারোও রিচার্জ ধর্মঘট।
এর আগে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জেলায় রিচার্জ ধর্মঘট, কেয়ার সেন্টার ও ডিষ্ট্রিবিউশন সেন্টার এর সামনে অবস্থান ধর্মঘট, BTRC, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয় এবং মোবাইল অপারেটর বরাবর দাবী উল্লেখ স্মারক লিপি প্রেরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। অথচ বিস্ময়করভাবে এ ব্যপারে সবাই নিশ্চুপ ভূমিকা পালন করছে।  এ সমস্যা সমাধানে কোন পদক্ষেপই তারা নেই নি। যার ফলে ব্যবসায়ীরা আগামী 18ই অক্টোবর থেকে 21 অক্টোবর দেশব্যাপী রিচার্জ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।
আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে, মোবাইল অপরারেটরগুলো গত 7বছরেরও বেশী সময় ধরে এই ক্ষুদ্র রিচার্জ ব্যবসায়ীদেরকে একই রকম কমিশন প্রদান করছে; যা রীতিমত অবিচার। কারন এই দীর্ঘ সময়ে টাকার মূল্য কমেছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে এবং জীবন যাত্রার ব্যয় বেড়েছে বহুগুনে কিন্তু এসকল ব্যবসায়ীদের কমিশন বাড়েনি এক ভাগও। । পাশাপাশি রিচার্জ সীমে অবৈধ জামানত, যত্রতত্র সীম বিতরন, BTRC এর নিয়ম ভেঙ্গে সীমের মেলাসহ ব্যবসা ক্ষতিগ্রস্থকরণ বিভিন্ন কর্মকান্ডে জড়িত অপারেটরগুলো।  এছাড়া রেজিস্ট্রেশন করে সীম বিক্রি করার নিয়ম থাকলেও কোনো অপারেটরই তা ঠিক মত মানেনা।  গ্রাহকদের অজান্তে অপ্রয়োজনীয় ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যাক্টিভেশনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার নিরব স্বাক্ষী হয়তো আপনিও একজন।
তাই সাধারণ মোবাইল ব্যবহারকারীদের কাছে আহবান, "আপনারা আপনাদের জরুরী প্রয়োজন ব্যতিরেকে উক্ত চার দিন মোবাইন ফোন ব্যবহার থেকে বিরত থেকে আমাদের যৌক্তিক দাবী আদায়ে একাত্নতা ঘোষনা করুন।
নীচে বেশ কিছুদিন ধরে চলমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কিছু কর্মসূচী তুলে ধরা হল-















মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ীদের কর্মসূচী ও সাংগঠনিক বিভিন্ন তথ্যবহুল একটি ফেসবুক পেইজ খোলা হয়েছে। ব্যবসায়ী বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ হই এবং নিজেদের দায়ী আদায়ে সচেষ্ট হই।

ফেইজবুক পেইজ লিংক এইখানে 

ফেসবুকে আমি                 : FB/Saleh.ahamed1
টুইটারে আমি                   : 
Twteer/rumon_s2

ফেসবুকে আমার পৃষ্ঠা      :
FB/allin1bangladesh.blogspot.com
এক্স জোনে আমার পৃষ্ঠা     :
xoon/allin1bangladesh.blogspot.com

Mobile Tips, PC Tips, Blogging, SEO,Artical Writing, 
Online Earning in Bangladesh / bd, etc

মায়ের ভাষা বাংলায় মোবাইল টিপস্‌, কম্পিটার টিপস্, ব্লগিং, এস. ই. ও,
প্রবন্ধ  লিখা, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারনেটে আয়, সহ বিভিন্ন বিষয়ে
জানার জন্য  অল ইন ওয়ান বাংলাদেশের  সাথেই থাকুন।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Md. Saleh Ahamed
+8801712210371

বিজ্ঞাপন

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন স্থাপনের জন্য যোগাযোগ করুণ
Mail:rumon_s2@yahoo.com
Mob:+8801712210371

চেষ্টা করুন (V)

Popular Posts